শিরোনাম
সাতক্ষীরা, ২২ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার বিভিন্ন সীমান্ত থেকে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, গাজীপুর, তলুইগাছা, ঝাউডাঙ্গা, কাকডাঙ্গা ও মাদরা বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে আজ শনিবার দিনভর অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল লক্ষ্মীদাড়ি নামক স্থান হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, গাজীপুর বিওপির বিশেষ আভিযানিক দল বোস্তানের ঘের নামক স্থান হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ২৫ হাজার টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস জব্দ করে।
এ ছাড়া কলারোয়া উপজেলার মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল শ্মশানঘাট নামক স্থান হতে ৭৫ হাজার টাকা মূল্যের ৫০০ পিস ভারতীয় অনাগ্রা ট্যাবলেট, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল চারাবাড়ি নামক স্থান হতে ২৯ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স ও খাদ্য সামগ্রী এবং কাকডাঙ্গা বিওপির পৃথক দু’টি বিশেষ আভিযানিক দল ভাদিয়ালী ও কেড়াগাছি নামক স্থান হতে ৭৫ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা জব্দ করে।
জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য ৩ লাখ ৪ হাজার ৭০০ টাকা। তবে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় তারা তাদের আটক করা যায়নি।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, শুল্ককর ফাঁকি দিয়ে চোরাকারবারীরা উক্ত মালামাল অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে পাচার করার সময় তা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।