বাসস
  ২৩ মার্চ ২০২৫, ১৭:২২

চট্টগ্রামে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা সাজু গ্রেপ্তার

চট্টগ্রাম, ২৩ মার্চ, ২০২৫ (বাসস): সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওর সূত্র ধরে চট্টগ্রামের পাঁচলাইশে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতা মো. শাকিল আহম্মদ প্রকাশ সাজুকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৩ মার্চ) ভোররাতে পাঁচলাইশ মডেল থানাধীন হামজারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাজু হামজারবাগ কলোনীর বাসিন্দা মৃত হাজী শাহ আলমের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনসহ নানা অপরাধে নগরের বিভিন্ন থানায় ১০টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।  

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, ২২ মার্চ (শনিবার) দুপুরে নগরীর ষোলশহর ২নং গেইট এলাকায় এক ব্যক্তি রিকশায় করে যাওয়ার সময় দুই ছিনতাইকারীর কবলে পড়েন। ছিনতাইকারীরা ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৫০০ টাকা ছিনিয়ে নেয়। 

এ সময় এক চিত্র সাংবাদিকের করা একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

ওসি আরও জানান, ভিডিওটি পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার মূল হোতা সাজুকে গ্রেপ্তার করা হয়। এ সময় সাজু ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে এবং তার সহযোগী মো. আলমগীরের (পলাতক) নাম প্রকাশ করে। 

মো. আলমগীর (৪৫) সাতকানিয়া পৌরসভার ছমদর পাড়া এলাকার আমির হামজার ছেলে। তার বিরুদ্ধেও রয়েছে অস্ত্র আইনসহ ৯টি মামলা।

পুলিশ জানায়, ভুক্তভোগী এ ঘটনায় পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।