বাসস
  ২৪ মার্চ ২০২৫, ১৪:২২

রাঙ্গামাটিতে ঈদ উপহার বিতরণ

রাঙ্গামটির চার সহস্রাধিক দুস্থ ও অসহায়দের মধ্যে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করে রাঙ্গামাটি পৌরসভা। ছবি: বাসস

রাঙ্গামটি, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলার পৌরসভাধীন ৯টি ওয়ার্ডের চার সহস্রাধিক দুস্থ ও অসহায়দের মধ্যে আজ ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করেছে রাঙ্গামাটি পৌরসভা।

সোমবার সকাল ৯টা থেকে শহরের ৯টি ওয়ার্ডে অসহায়দের মধ্যে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন।

পৌরসভা প্রশাসক মো: মোবারক হোসেন বাসসকে জানান, পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পৌরসভাধীন ৯টি ওয়ার্ডেন ৪ হাজার ৬২১টি  দুস্থ ও অসহায় পরিবারের মধ্যে চাল বিতরণ করা হবে। পাশাপাশি অসহায় পরিবারের মধ্যে পৌরসভার পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হচ্ছে বলে জানান তিনি।

ঈদ উল ফিতর উপলক্ষে প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।