বাসস
  ২৪ মার্চ ২০২৫, ১৪:২৯
আপডেট : ২৪ মার্চ ২০২৫, ১৫:২৪

নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বান্দরবানে জেলা প্রশাসকের বাজার মনিটরিং

সোমবার বান্দরবানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসনের মনিটরিং টিম নিয়ে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন জেলা প্রশাসক। ছবি : বাসস

বান্দরবান, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : রমজানে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত জেলার বাজার মনিটরিং করছেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। আজ দুপুরে তিনি জেলা প্রশাসনের মনিটরিং টিম নিয়ে বান্দরবান বাজারে এই কার্যক্রম পরিচালনা করেন।

জেলা প্রশাসক বিভিন্ন ফলের দোকান, মুদি দোকান, শাক-সবজি, মাছ-মাংসের দোকান পরিদর্শন করেন। তিনি  সঠিক ওজনে পণ্য দেয়া, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি না করা এবং পণ্য সামগ্রীর দৈনিক মূল্য তালিকা বজায় রাখার ব্যাপারে বিক্রেতাদের সতর্ক করেন ।

এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস,এম,হাসান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ সরদার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা মনি, নির্বাহী ম্যাজিস্ট্রেট নবাব আলী, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো.মামুনুর রশীদ, ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মো. আবদুল আজিজ, সাধারণ সম্পাদক আবু সালেহ চৌধুরীসহ সরকারি বিভিন্ন কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।