শিরোনাম
নীলফামারী, ২৪ মার্চ ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ ২০০ কৃষকের মধ্যে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় সদর উপজেলা কৃষি দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এসব বীজ ও সার বিতরণ করা হয়।
সদর উপজেলা কৃষি বিভাগ আয়োজিত এ বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. বকুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কমকর্তা হুমায়রা বিনতে আলী প্রমুখ।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ জানান, ২০২৪-২০২৫ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক ২০০ কৃষকের মধ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূলে উফশী আউশ ধান চাষের জন্য বীজ ও সার বিতরণ করা হয়েছে।