বাসস
  ২৪ মার্চ ২০২৫, ১৮:১০

শেরপুরে ১৭ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল

শেরপুরে ১৭ হাজার পরিবার পাচ্ছে ভিজিএফের চাল । ছবি : বাসস

শেরপুর, ২৪ মার্চ, ২০২৫ (বাসস) : আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে (ভিজিএফ) কর্মসূচির আওতায় শেরপুরের নকলা উপজেলার ১৭ হাজার ২৪টি দুস্থ, হতদরিদ্র কার্ডধারী পরিবার পাচ্ছে বিনামূল্যে ১০ কেজি করে চাল।

এ কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুর ২ টায় নকলা উপজেলার পাঠাকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে ভিজিএফ’র চাল বিতরণ উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম।

প্রকল্প বাস্তবায়ন অফিসের তথ্য সূত্রে জানা যায়, নকলা উপজেলার ইউনিয়ন গুলোর মধ্যে গনপদ্দী ইউনিয়নে ১ হাজার ৮৫০টি পরিবার, নকলা ইউনিয়নে ১ হাজার ৪০০টি, উরফা ইউনিয়নে ১ হাজার ৭৬৫টি, গৌড়দ্বার ইউনিয়নে ৯১৩টি, বানেশ্বরদী ইউনিয়নে ১ হাজার ৩৫০টি, পাঠাকাটা ইউনিয়নে ১ হাজার ৬০০টি, টালকী ইউনিয়নে ১ হাজার ৩৫০টি, চরঅষ্টধর ইউনিয়নে ১ হাজার ৭৬৫টি ও চন্দ্রকোনা ইউনিয়নে ১ হাজার ৯৫০টি এবং পৌরসভার ৩ হাজার ৮১টি উপকারভোগী পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। তাই আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে (ভিজিএফ) কর্মসূচির আওতায় নকলা উপজেলার ৯টি ইউনিয়নের ১৩ হাজার ৯৪৩টি ও পৌরসভার ৩ হাজার ৮১টি পরিবারের মধ্যে 

মোট ১ লাখ ৭০ হাজার ২৪০ কেজি চাল বিনামূল্যে বিতরণ করা হবে।

এসময় ইউপি সচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. মতিউর রহমান, ইউপি সদস্য আসমা আক্তার, ছালেহা বেগম,  সুলতানা আক্তার সম্পা, রুবেল উদ্দিন, আনারুল ইসলাম, আদম শফিক, হামিদুল ইসলাম, বাজু মিয়া, মাফিজুল ইসলাম, নজরুল ইসলাম বাবু, আমজাদ আলী ও ওবায়দুল হক গ্রাম পুলিশ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।