শিরোনাম
ঝালকাঠি, ২৪ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ র্যালি ও আলোচনাসভা-সহ নানা কর্মসূচির মধ্যদিয়ে বিশ্ব যক্ষ্মা দিবস পালিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১ টায় সিভিল সার্জন কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিন করে। এরপর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক আশরাফুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়।
আলোচনা সভায় যক্ষ্মার প্রতিরোধ, নির্ণয় ও চিকিৎসা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, যক্ষ্মা সম্পূর্ণ নিরাময়যোগ্য এবং বাংলাদেশ সরকার বিনামূল্যে এ রোগের পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করছে। দ্রুত রোগ নির্ণয় ও চিকিৎসা গ্রহণের মাধ্যমে যক্ষ্মা প্রতিরোধ করা সম্ভব।