শিরোনাম
নীলফামারী, ২৪ মার্চ ২০২৫ (বাসস): জেলায় আজ বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের আওতায় গ্রাম আদালত বিষয়ক দু’দিন ব্যাপী প্রশিক্ষক প্রশিক্ষণ শুরু হয়েছে।
আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচি প্রধান অতিথি হিসাবে উদ্বোধন করেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. সাইদুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা মো. মনিরুজ্জামান সরকার, অতিরিক্ত পুলিশ সুপার এবিএম ফয়জুল ইসলাম, গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. মাসুদ রানা, জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ প্রমুখ।
গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. মাসুদ রানা জানান, প্রশিক্ষণে গ্রাম আদালতের উপজেলা রিসোর্স টিমের ৩০ জন সদস্য অংশগ্রহণ করছেন।