বাসস
  ২৪ মার্চ ২০২৫, ২০:১৬

বাগেরহাটে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ 

বাগেরহাটে কৃষকদের মধ্যে প্রণোদনা বিতরণ। ছবি: বাসস

বাগেরহাট, ২৪ মার্চ ২০২৫ (বাসস): জেলার কচুয়া উপজেলায় আজ কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ মৌসুমে গ্রীষ্মকালীন মুগ ও গ্রীষ্মকালীন তিল ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩০ জন প্রান্তিক কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার বেলা ১২টায় উপজেলা কৃষি অফিসের আয়োজনে কৃষি অফিস হলরুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে প্রণোদনা তুলে দেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদ। 

এ সময় কচুয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ আলী, উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ নাইমুর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন ৩০ জনের কৃষকের মধ্যে দশজনের প্রত্যেককে মুগডালের বীজ ৫ কেজি, এমওপি সার ৫ কেজি, ডিএমপি ১০ কেজি এবং ২০ জন তিল চাষীর প্রত্যেককে ১ কেজি তিল বীজ, এমওপি সার ৫ কেজি এবং ১০ কেজি ডিএমপি সার প্রদান করা হয়।