বাসস
  ২৪ মার্চ ২০২৫, ২০:৫১

নীলফামারীতে জেলা বিএনপি’র যৌথ কর্মীসভা

সোমবার দুপুরে জেলা সদরের শহরের একটি হোটেলে নীলফামারী জেলা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়। ছবি: বাসস

নীলফামারী, ২৪ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ নীলফামারী জেলা বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ সোমবার দুপুরে জেলা সদরের শহরের একটি হোটেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। 

সভায় প্রধান অতিথি ছিলেন নীলফামারী জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার।

এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সোহেল পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম, সহ-সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, মুক্তার হোসেন, সাংগঠনিক সম্পাদক শেফাউল জাহাঙ্গীর সেপু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আল মাসুদ চৌধুরী, জলঢাকা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, ডিমলা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, ডোমার পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু প্রমুখ।

ওই সভায় জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রঞ্জু, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান আক্তার, ডিমলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম রাব্বানী প্রধান, ডোমার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফফর আলী, নীলফামারী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক লুৎফুল আলম চৌধুরী শুভ, জেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোর্শেদ আযম প্রমুখ উপস্থিত ছিলেন।