বাসস
  ২৫ মার্চ ২০২৫, ১৫:১০
আপডেট : ২৫ মার্চ ২০২৫, ১৫:১৪

গণহত্যা দিবসে রাঙ্গামাটিতে আলোচনা সভা

মঙ্গলবার ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত। ছবি: বাসস

রাঙ্গামাটি, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আজ এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মোবারক হোসেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, জেলা সিভিল সার্জন ডাঃ ন্যুয়েন খীসা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক  মোঃ মনসুরুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হক প্রমুখ।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে  আলোচনা করা হয় এবং ৭১ সালে গণহত্যাকারীদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়।

সভায় রাঙ্গামাটি জেলায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।