বাসস
  ২৫ মার্চ ২০২৫, ১৫:৫৫

বাগেরহাটে ৩৫৫ পরিবারকে ঈদ উপহার 

বাগেরহাটে ৩৫৫ পরিবারকে ঈদ উপহার। ছবি: বাসস

বাগেরহাট, ২৫ মার্চ, ২০২৫ (বাসস) : সেবা মানব কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আজ দুপুর ২টায়  বাগেরহাট দশানি কেন্দ্রীয়  প্রধান কার্যালয় চত্বরে ৩৫৫ দুস্থ পরিবারকে ঈদ উপহার প্রদান করা হয়। 

দাতা সংস্থা পেনি আপিল ক্যানাডা এর আর্থিক সহযোগিতায় ৩৫৫ অসহায় দুস্থ গরীব পরিবারের মাঝে রমজান ফুড ও  ঈদ উপহার সামগ্রী তুলে দেন প্রধান অতিথি  বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, বিশেষ অতিথি ছিলেন বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোস্তাফিজুর রহমান, প্রফেসর হেমায়েত, সভায় সভাপতিত্ব করেন সেবা মানব কল্যাণ কেন্দ্রের নির্বাহী পরিচালক এম মঞ্জুর কাদির।

ঈদ উপহার হিসেবে প্রত্যেককে চাল, ডাল, সয়াবিন, ছোলা, চিনি, সেমাই, পোলাও চাল, খেজুর, মুড়িসহ মোট ১৩ টি পণ্য দেয়া হয়েছে।