শিরোনাম
সিলেট, ২৬ মার্চ ২০২৫ (বাসস) : সিলেট সীমান্তে ৬৮ লাখ ৩২ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
আজ বুধবার ভোররাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সদস্যরা সিলেট জেলার সীমান্তবর্তী এলাকায় শ্রীপুর, পান্থুমাই, প্রতাপপুর, সংগ্রাম, মিনাটিলা এবং তামাবিল বিওপি এলাকায় এসব পণ্য আটক করেন।
আটককৃত পণ্যের মধ্যে রয়েছে- বিপুল পরিমাণ ভারতীয় মহিষ, গরুর মাংস এবং বাসমতি চাল।
বিজিবি জানিয়েছে, আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৬৮ লাখ ৩২ হাজার ৪০০/- টাকা।
বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক নাজমুল হক জানান বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকার অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করা হয়। আটককৃত চোরাচালানী মালামাল সমূহের বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।