বাসস
  ২৬ মার্চ ২০২৫, ২১:২৯

কানাডায় বাংলাদেশ হাইকমিশনে গণহত্যা দিবস পালিত

ছবি; সংগৃহীত

ঢাকা, ২৬ মার্চ, ২০২৫ (বাসস) : কানাডার অটোয়ায় বাংলাদেশ হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার হাইকমিশন মিলনায়তনে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাহিদা সোবহান।

হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাত্রি, নয় মাসব্যাপী স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শহীদদের স্মরণে মোমবাতি প্রজ্বলিত করা হয়। এরপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ  ইউনূসের বাণী পাঠ করা হয়। 

নাহিদা সোবহান তার বক্তব্যে ১৯৭১ সালে বাংলাদেশে সংঘটিত গণহত্যার বিশ্বব্যাপী স্বীকৃতির প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি ২০২৪ সালের জুলাইয়ের অভ্যুত্থানকে জাতির মর্যাদা, মুক্তি ও জনগণের অধিকারের জন্য দীর্ঘস্থায়ী সংগ্রামের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করেন।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জনগণের অব্যাহত শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনার মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।