বাসস
  ২৭ মার্চ ২০২৫, ১৬:০৪

রাজশাহীতে ৫ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজশাহী, ২৭ মার্চ, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীর শাহ মখদুম থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামির নাম আব্দুর রহমান (২৬)। সে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বিশ্বনাথপুর পেড়াটোলা এলাকার আব্দুল লতিফের ছেলে।

শাহ মখদুম থানা সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত পৌনে ২টায় শাহ মখদুম থানার বড় বনগ্রাম এলাকা থেকে তাকে আটক করে ৫ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে যে, বিক্রির উদ্দেশ্যে কুমিল্লার সীমান্ত এলাকা থেকে রাজশাহীতে গাঁজা নিয়ে আসে। এছাড়াও দীর্ঘদিন যাবত সে খুচরা মাদক বিক্রেতাদের কাছে গাঁজা বিক্রি করে আসছে।

তার বিরুদ্ধে শাহ মখদুম থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত আজ এ বিষয়ে শুনানি শেষে তাকে কারাগারে পাঠিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Page Load Time : 0.01 SEC