শিরোনাম
বান্দরবান, ২৭ মার্চ ২০২৫, (বাসস): জেলায় সনাতন ধর্মাবলম্বীদের গঙ্গা পূজা ও বারুণী স্নান অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সূর্যোদয়ের পর থেকে সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ স্নানোৎসব শুরু হয়। প্রতিবারের ন্যায় এবারও অনুষ্ঠানের আয়োজন করেছে বান্দরবান আর্শীবাদ সংঘ । শত শত ভক্তের আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে সাঙ্গু নদীর তীর।
আয়োজকরা জানান, চৈত্রের মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে প্রতি বছর বান্দরবানের সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে এ গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সের শত শত নারী-পুরুষ নিজেকে পাপ মুক্ত করা ও পূণ্যতার আশায় সাঙ্গু নদীর উত্তরমুখি স্রোতে প্রতি বছরের ন্যায় এবারও গঙ্গা স্নান করেছেন। এছাড়াও গঙ্গা স্নানের পাশাপাশি নদীর তীরে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনা ও নিজেদের পূণ্যলাভ ও পাপ মোচনের জন্য পূজা অর্চণা করেন।
এছাড়া আয়োজন করা হয়েছে মঙ্গল প্রদীপ প্রজ্বলন, ভজন কীর্ত্তন, মহাপ্রসাদ আস্বাদন সহ নানা ধর্মীয় আচার অনুষ্ঠান।
উৎসব উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রুুবেল দাশ বলেন, তিনদিনব্যাপী আমাদের এ অনুষ্ঠান। গঙ্গাপূজা, বারুণি স্নান, মহোৎসব সহ বিভিন্ন আচার অনুষ্ঠান আছে।
মহাদেবের অভিষেক এবার আমরা রেখেছি। প্রতিবছর আমরা এটা করি। পাপ মোচন এবং শান্তির বার্তা বয়ে আনার জন্য এ অনুষ্ঠান ।
নানা ধর্মীয় আয়োজন শেষে কাল শুক্রবার সকাল ৮টায় পুষ্পাঞ্জলী শেষে সাঙ্গু নদীতে প্রতিমা বিসর্জন এর মাধ্যমে এবারে বর্ণাঢ্য আয়োজন সমাপ্তি ঘটবে গঙ্গা পূজা ও বারুণী স্নান উৎসবের।