শিরোনাম
ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস): অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ আজ বলেছেন, মুসলমানদের সর্বশ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির সময় দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সক্রিয় থাকবে।
তিনি বলেন, ‘ছুটির সময় বেশিরভাগ উপদেষ্টা ঢাকাতেই থাকবেন। সচিবরা দেশের বাইরে গেলেও সিদ্ধান্ত নিতে কোনও সমস্যা হবে না। আজকাল ডিজিটাল পদ্ধতিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। তাই, ঈদের ছুটিতেও অর্থনীতি স্থবির হবে না।’
সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারী ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি (এসিসিজিপি) এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি (এসিসিইএ)-এর বৈঠকের পর উপদেষ্টা একথা বলেন।
ঈদুল ফিতর উদযাপনের জন্য বাংলাদেশে আগামীকাল থেকে ৯ দিনের ঈদ ছুটি শুরু হচ্ছে।
সালেহউদ্দিন বলেন, দেশের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে দু’টি কার্গো এলএনজি, ৭০,০০০ টন সার ও ৫০,০০০ টন নন-বাসমতি সেদ্ধ চাল সংগ্রহের জন্য পৃথক প্রস্তাব অনুমোদন করা হয়েছে।