শিরোনাম
রংপুর, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : ইসলামী ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলায় রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম তুহিনকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক। তাকে বৃহস্পতিবার রংপুর মহানগরী এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত তুহিন মিঠাপুকুর থানায় ও রংপুর কোতোয়ালি থানায় দায়ের করা একাধিক হত্যা মামলার আসামি।
তিনি গত ৫ আগস্ট পরবর্তী সময় থেকে গ্রেফতারের ভয়ে পলাতক ছিলেন।
তুহিন মিঠাপুকুর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও রংপুর জেলা পরিষদের সাবেক সদস্য।
এর আগে চলতি মাসের ৮ মার্চ ১২ বছর পর ইসলামী ছাত্রশিবির নেতা আশিকুর রহমান হত্যার বিচার চেয়ে আওয়ামী লীগের ২২৪ জনসহ আরও অজ্ঞাত ৫০ থেকে ৭০ জনের নামে নিহতের বাবা আফতাব উদ্দিন মিঠাপুকুর থানায় মামলা দায়ের করেন। সেই মামলায় তুহিনকে গ্রেফতার দেখানো হয়েছে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, মিঠাপুকুর থানায় তুহিনের নামে শিবির নেতা আশিকুর রহমান হত্যা মামলা রয়েছে। তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে। আইনগত যে প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে হাজির করা হবে।