বাসস
  ২৭ মার্চ ২০২৫, ১৯:৩৪
আপডেট : ২৭ মার্চ ২০২৫, ২০:৫৮

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদার সাথে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। ছবি: উজবেকিস্তানের বাংলাদেশ দূতাবাসের সৌজন্যে

ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) :  উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদার সাথে গতকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। 

প্রবাসী বাংলাদেশি ও দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দের উপস্থিতিতে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ মনিরুল ইসলাম দূতাবাস প্রাঙ্গণে জাতীয় সঙ্গীতের ধ্বনিতে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু করেন। ঢাকায় আজ এক সরকারি তথ্যবিবরণীতে একথা জানানো হয়েছে।            

দিবসটি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টা কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করা হয়। 

সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত ড. ইসলাম দিবসটির ঐতিহাসিক গুরুত্ব ও তাৎপর্যের উপর আলোকপাত করেন। 

অনুষ্ঠানে ৭১’ এর মহান মুক্তিযুদ্ধে ও জুলাই-আগস্টে আত্মত্যাগকারী শহিদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জনগণের অব্যাহত সুখ, শান্তি ও উন্নতি প্রার্থনা করে এক বিশেষ মোনাজাত করা হয়।

একই দিনে দূতাবাসে উজবেকিস্তানের ব্যবসায়িক, শিক্ষা, সংস্কৃতি ও মিডিয়া অঙ্গনের উল্লেখযোগ্য সংখ্যক বিশিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।