শিরোনাম
ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় প্রয়াত স্বাস্থ্য মন্ত্রী ও সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের ছেলে তমাল মনসুরের বিরুদ্ধে মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, তমাল মনসুর বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ৬৭ কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ২৭০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করায় এবং তার নামে ব্যক্তিগত ও ব্যবসায়িক ৩টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩ কোটি ৭ লাখ ১ হাজার ৫৩৩ টাকা সন্দেহজনক লেনদেনসহ বিদেশে অর্থ পাচার করে অবৈধ সম্পদ অর্জন করায় তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭/১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) এবং ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।