শিরোনাম
ফেনী, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : ২৪’র গণঅভ্যুত্থানে জেলার শহীদ পরিবারকে ঈদ উপহার দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বৃহস্পতিবার দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর জায়লস্কর গ্রামে সরোয়ার জাহান মাসুদের পরিবারকে ঈদ উপহার তুলে দেন জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান।
এসময় ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ও দাগনভূঞা-সোনাগাজী উন্নয়ন পরিষদ চেয়ারম্যান ডা. ফখরুদ্দিন মানিক, দাগনভূঞা উপজেলা আমির গাজী সালেহ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ মাসুদের কবর জিয়ারত করেন ও তার মাকে জামায়াতে ইসলামী প্রকাশিত ১০ খণ্ডের শহীদ স্মারক তুলে দেন।
মুফতি আবদুল হান্নান জানান, ছাত্র-জনতার আন্দোলনে ২৪’র ৪ আগস্ট ফেনীর মহিপালে ১০ শহীদ পরিবারকে জামায়াতের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে ঈদ উপহার ও শহীদ স্মারক দেয়া হচ্ছে। জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।