শিরোনাম
ঢাকা, ২৭ মার্চ, ২০২৫ (বাসস) : র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ জানিয়েছেন , ঈদযাত্রায় ঘরমুখী মানুষের জন্য র্যাবের টহল দল ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে।
ঈদে পরিবহণ যাত্রী এবং ঢাকায় অবস্থানরত নাগরিকদের সার্বিক নিরাপত্তায় গৃহীত পদক্ষেপের বিষয়ে আয়োজিত আজ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় র্যাব-১ এর অধিনায়ক লে. কর্নেল জাহিদ আরও বলেন , তাদের এই তৎপরতা ঢাকা মহানগর থেকে যারা ঈদে বাড়ি যাবেন তাদের জন্য। তাদের নিরাপত্তা এমনভাবে নিশ্চিত করা হবে যাতে তারা সুস্থ ও সুন্দরভাবে গন্তব্যে পৌঁছাতে পারেন।
এছাড়া ঢাকাতে অবস্থানরতদের এবং অন্যান্যদের নিরাপত্তা নিশ্চিত করতে পাড়ার প্রতিটি মহল্লায়-মহল্লায় আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কর্মীরা রয়েছেন।
এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন, তথ্য প্রবাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। যত দ্রুত তথ্য পাওয়া যাবে, তত দ্রুত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা সম্ভব। এই সহযোগিতা যদি সকলের পক্ষ থেকে থাকে, তবে আমরা ঈদে জনগণের জান-মালের নিরাপত্তা সুন্দরভাবে নিশ্চিত করতে পারব।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদ উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য তারা তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গঠন করেছে। প্রথমত: চৌকস বাহিনীর মাধ্যমে নিরাপত্তা, দ্বিতীয়ত: বড় বড় শপিং কমপ্লেক্স ও জনসমাগম স্থলে সাদা পোশাকে নিরাপত্তা বাহিনী কাজ করছে, তৃতীয়ত: চেকপোস্টগুলোতে সাদা পোশাকেও নিরাপত্তা কর্মীরা দায়িত্ব পালন করছে।
ব্রিফিং শেষে অধিনায়কের নেতৃত্বে অন্যান্য সদস্যরা আব্দুল্লাহপুর উত্তরবঙ্গের বিভিন্ন টিকিট কাউন্টার পরিদর্শন করেন।