বাসস
  ২৮ মার্চ ২০২৫, ১৯:৩৮

প্রসিকিউটর আফরোজ পারভীনের নিয়োগ বাতিল

ঢাকা, ২৮ মার্চ, ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নবনিযুক্ত প্রসিকিউটর আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নিয়োগ বাতিলের বিষয়টি জানানো হয়েছে। 
গতকাল এ সংক্রান্ত এক অফিস আদেশে বলা হয়েছে, ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদে আফরোজ পারভীন সিলভিয়ার নিয়োগ সংক্রান্ত আদেশ বাতিল করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গতকালই আইন ও বিচার বিভাগের উপ-সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইনের সই করা এক প্রজ্ঞাপনে আফরোজ পারভীনসহ চারজনকে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ আদেশ হওয়ার পর আফরোজ পারভীনের ক্ষেত্রে আওয়ামী লীগ-সংশ্লিষ্টতার অভিযোগ ওঠে। এর পরিপ্রেক্ষিতে একই দিনে তার নিয়োগ আদেশ বাতিল করা হয়।