বাসস
  ২৯ মার্চ ২০২৫, ১৫:২৩

রংপুর অঞ্চলের ঘরমুখো মানুষদের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা

ঘরমুখো মানুষদের নিরাপদ ও স্বস্তির ঈদযাত্রা। ছবি : বাসস

রংপুর, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে, রংপুর অঞ্চলের হাইওয়ে পুলিশ সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে। ফলে এবার এই বিভাগের ঘরমুখো মানুষেরা নিরাপদ, আরামদায়ক ও স্বস্তিতে ঈদযাত্রা উপভোগ করতে পারছেন।

হাইওয়ে পুলিশ রংপুর অঞ্চলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ তারিকুল ইসলাম আজ বাসসকে বলেন, ‘বগুড়া-রংপুর-সৈয়দপুর-দশমাইল-বাংলাবান্ধা ২৫০ কিলোমিটার মহাসড়কটি এবার যানজট ও অপরাধমুক্ত রয়েছে।’

রংপুর অঞ্চলের এই মহাসড়কে ইতিমধ্যেই ৩২৫ জনেরও বেশি হাইওয়ে পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়াও, সংশ্লিষ্ট জেলা পুলিশ কর্তৃপক্ষ হাইওয়ে পুলিশের সঙ্গে কাঁধে-কাঁধ মিলিয়ে কাজ করছে।

রংপুর বিভাগে হাইওয়েতে যানবাহনের চাপ ইতিমধ্যেই তিনগুণ বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কয়েকটি দল হাইওয়ে পুলিশের সাথে দিনরাত কাজ করছে।

হাইওয়ে পুলিশের এই এসপি বলেন, ‘হাইওয়ে পুলিশ, বাংলাদেশ সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর ব্যাপক তৎপরতার কারণে কোথাও কোনও যানজট হয়নি।’

তবে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ এবং পলাশবাড়ি এলাকার বিভিন্ন স্থানে রাস্তা মেরামতের কারণে সেখানে যানবাহনগুলো কিছুটা ধীর গতিতে চলাচল করছে।

এসপি তারিকুল ইসলাম নিয়মিতভাবে ডিজিটাল এবং ম্যানুয়ালি দুই স্তরে মহাসড়কে পুলিশের দায়িত্ব তদারকি করছেন।

তিনি বলেন, ‘রংপুর বিভাগে এবারের ঈদযাত্রা নিরাপদ, যানজটমুক্ত এবং আরামদায়ক হবে, ইনশাআল্লাহ।’

শুক্রবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত মহাসড়কে পুলিশ সুপারের দায়িত্ব তত্ত্বাবধানের সময় তিনি বলেন যে, সেনাবাহিনী এবং আনসাররা মহাসড়কের বিভিন্ন স্থানে হাইওয়ে পুলিশের সঙ্গে কাজ করছেন।
ফলস্বরূপ, কাজের গতি আরও বৃদ্ধি পেয়েছে।

তিনি বলেন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ এবং রংপুর শহরের পুলিশ সুপারের কার্যালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। গোবিন্দগঞ্জ জুড়ে জংশন পয়েন্টগুলোতে সিসিটিভি ক্যামেরার আওতায় নজরদারি চালানো হচ্ছে।

তিনি বলেন, ‘যাত্রীদের অনলাইনে যেকোনো তথ্য প্রদানের জন্য কেন্দ্রীয়ভাবে হাইওয়ে পুলিশ অ্যাপ চালু করা হয়েছে। আমরা যেকোনো প্রতিকূল পরিস্থিতিতে যাত্রীদের হাইওয়ে পুলিশ অ্যাপ ব্যবহার করার পরামর্শ দিচ্ছি।’

জনসাধারণের এই ঈদ যাত্রার সময় সংশ্লিষ্ট সবাইকে ট্রাফিক আইন মেনে চলার জন্য আন্তরিকভাবে অনুরোধ করেছেন এসপি। তিনি স্থানীয় জনসাধারণকে হাইওয়ে পুলিশের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

শনিবার সকালে ঢাকা শহর থেকে রংপুরে রাতের কোচে আসা যাত্রী নুরুল ইসলাম, মাহফুজা বেগম এবং মুক্তাদির রহমানের মতে, এবার উত্তরবঙ্গের মানুষের ঈদযাত্রা তুলনামূলকভাবে আরামদায়ক হচ্ছে।

তারা বাংলাদেশ সেনাবাহিনী, হাইওয়ে পুলিশ, আনসার-ভিডিপি এবং এ বছর তুলনামূলকভাবে ভালো এবং প্রায় যানজটমুক্ত ঈদযাত্রা নিশ্চিত করার জন্য এবং উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।