বাসস
  ২৯ মার্চ ২০২৫, ১৭:২৯

শেরপুরে গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের মাঝে জিয়া ফাউন্ডেশনের ঈদ উপহার

ছবি : বাসস

শেরপুর, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : জেলায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করেছে  জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। 

আজ শনিবার দুপুরে  জেলার ১২ জন শহীদ পরিবারের মাঝে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও একটি করে স্মারক পত্র তুলে দেওয়া হয়।

এ সময় শহীদ পরিবারের সদস্যরা জুলাই হত্যাকাণ্ডের মূল হোতাদের গ্রেফতার এবং দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানান।

সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের তারাগড় এলাকায় শহীদ মাহবুবসহ জেলার অন্যান্য শহীদদের বাড়ি বাড়ি গিয়ে ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহারসামগ্রী ও স্মারক পত্র হস্তান্তর করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগের কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সদস্য ডা. রাকিবুজ্জামান, সদস্য কৃষিবিদ মো. বিপুল, ড্যাবের কেন্দ্রীয় সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাইফুল ইসলাম স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ পলাশ, সদর থানা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুন-উর-রশীদ মামুন, সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জল ও সদর উপজেলা যুবদলের আহ্বায়ক পারভেজ আহমেদ। 

ঈদ উপহারসামগ্রী বিতরণের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফাউন্ডেশনের বিভাগীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী এ.কে.এম জহিরুল ইসলাম ও সদস্য সচিব ডা. মো. সায়েম মনোয়ার।