শিরোনাম
ঢাকা, ২৯ মার্চ, ২০২৫ (বাসস) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৬ নং শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক, বিএনপি মিডিয়া সেলের সদস্য ও সাবেক এমপি শাম্মী আক্তার।
আজ শনিবার বিকেলে হবিগঞ্জের মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া বেকুইয়া বাজারে এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আলফাজ মিয়া মহালদারের সভাপতিত্বে এই দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ডা. আহমুদুর রহমান আবদাল, ছাতিয়ান ইউনিয়নের চেয়ারম্যান কাসেদ চৌধুরী, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক সাইমুন হুসাইন চৌধুরী।
আরও উপস্থিত ছিলেন- মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাইফুল আলম চৌধুরী, চুনারুঘাট উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সদস্য সচিব মো. মারুফ মিয়া ও পৌর ছাত্রদলের আহবায়ক সাইফুর রহমান সুজন, মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ মেম্বার, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সজল, সাংবাদিক জামাল মোহাম্মদ আবু নাসের, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক বাবুল আহমেদ বাবু, শাজাহানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম আবুল, যুবদলের সভাপতি কাওসার মিয়া, শফিক মিয়া, খিজির খান, মাধবপুর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কামাল হোসেন, সদস্য সচিব শেখ বশির, সাদেক, মুন্না, মাধবপুর উপজেলা জিজাসের আহবায়ক হারুনুর রশিদ, উপজেলা ছাত্রদল নেতা মোজাম্মেল নূর, রুহুল আমীন, হোসাইন আহমেদ পাঠান ও তানভীর আহমেদ।