শিরোনাম
ঢাকা, ৩০ মার্চ, ২০২৫ (বাসস) : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে দেশবাসী ও পার্বত্য অঞ্চলের সকলের সুখ, সমৃদ্ধি ও শান্তি কামনা করেন।
উপদেষ্টা বলেন, ‘ঈদ হলো ভালোবাসা, খুশি ও সম্প্রীতির বন্ধন।’
তিনি ভেদাভেদ ভুলে পবিত্র ঈদ-উল-ফিতর এর পবিত্রতা রক্ষা করে আনন্দ উপভোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
সুপ্রদীপ চাকমা বলেন, আমাদের এ সরকার চায় শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এদেশে একটি অপরাধমুক্ত সমাজ ও সংস্কৃতি প্রতিষ্ঠিত হোক। দেশে সম্প্রীতি ও সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করুক।
পবিত্র ঈদ-উল-ফিতর-এ সকলের অন্তরকে পবিত্র রাখুক এ প্রত্যাশা করেন তিনি।