বাসস
  ৩১ মার্চ ২০২৫, ১০:৩০
আপডেট : ৩১ মার্চ ২০২৫, ১২:০২

বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের সকল জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররম। ফাইল ছবি

ঢাকা, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : বায়তুল মোকাররম জামে মসজিদে ঈদুল ফিতরের সকল জামাত অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ৭টায় প্রথম জামাত, সকাল ৮টায় দ্বিতীয় জামাত এবং সকাল ৯টায় তৃতীয় জামাত পর্যায়ক্রমে সকল জামাত অনুষ্ঠিত হয়।

সকাল ৭টায় প্রথম ঈদ জামাতে ইমামতি করেন জাতীয় বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মুহিববুল্লাহিল বাকী। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।

সকাল ৮টায় দ্বিতীয় জামাতে ইমাম ছিলেন সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির ছিলেন বায়তুল মোকাররমের প্রধান খাদেম মো. নাসিরউল্লাহ।

সকাল ৯টায় তৃতীয় জামাতে ইমামতি করেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ড. মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির ছিলেন খাদেম মো. আব্দুল হাদী।