শিরোনাম
ঢাকা, ৩১ মার্চ, ২০২৫ (বাসস) : রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) আয়োজনে সকাল সাড়ে ৮টায় সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এতে লক্ষাধিক মুসল্লী অংশগ্রহণ করেন।
জামাতে ইমামতি করেন কারী গোলাম মোস্তফা। বিকল্প ইমাম হিসেবে ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুফতি জুবাইর আহাম্মদ আল-আযহারী।
ঈদের জামাতের জন্য পুরাতন বাণিজ্য মেলার মাঠে প্রায় ৪৬ হাজার বর্গফুট আয়তনের প্যান্ডেল করা হয়। প্যান্ডেলের বাইরেও নামাজ আদায়ের জন্য কার্পেট ও বিছানা ছিল। প্যান্ডেলের ভেতরে দক্ষিণ পাশে নারীদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা ছিল। সেখানে নারীরা নামাজে অংশ নেন।
মাঠে প্রবেশের জন্য বিভিন্ন অংশে ছয়টি ফটক ছিল। ফটকে নিরাপত্তার দায়িত্বে ছিলেন বিপুল সংখ্যক পুলিশ সদস্য। প্যান্ডেলের দুই পাশে একসঙ্গে ১শ’ জন পুরুষ ও ৫০ জন নারীর অজু করার ব্যবস্থা ছিল। মাঠের বিভিন্ন জায়গায় খাওয়ার পানির ট্যাংক ছিল। ঈদ জামাতের জন্য মোট ১২ পেয়ার সাউন্ড সিস্টেম ও ১শ’টি মাইক ব্যবহার করা হয়।
জামাত শেষে বিশেষ মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে নামাজে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে কোলাকুলি এবং শুভেচ্ছা বিনিময় করেন।