শিরোনাম
বান্দরবান, ৩১ মাচর্, ২০২৫, (বাসস) : যথাযোগ্য মর্যাদায় ও বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বান্দরবানে পবিত্র ঈদ-উল-ফিতরের ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৭টায় ঈদের প্রথম ও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হয় বান্দরবান কেন্দ্রীয় ঈদগাহ মাঠে।
এসময় শহরের হাজার হাজার মুসল্লি একইসাথে মিলিত হয়ে ঈদের জামাতে নামাজ আদায় করেন।
জামাত পরিচালনা করেন বান্দরবান কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আলাউদ্দিন ইমামী। পরে একই স্থানে সকাল ৮টায় ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।
এসময় জামাত পরিচালনা করেন বান্দরবান স্টেডিয়াম জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা আবদুল্লাহ।
এছাড়াও ভিন্ন ভিন্ন সময়ে বান্দরবানের বিভিন্ন মসজিদে মসজিদে ঈদের জামাত অনুষ্টিত হয়।
নামাজ শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মোনাজাতে অংশ নেন ধর্ম প্রাণ মুসল্লিরা।
ঈদের নামাজ ও মোনাজাতে অংশ নেন জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ জাবেদ রেজা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, পার্বত্য জেলা পরিষদের সদস্য এ্যাড. আবুল কালাম আজাদসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা।