শিরোনাম
নড়াইল, ১ এপ্রিল ২০২৫ (বাসস) : নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সিয়াম মোল্যা (১৬) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হন।
সোমবার (৩১ মার্চ) রাতে সদর উপজেলার হাওয়াইখালি সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিয়াম মোল্যা সদর উপজেলার কমলাপুর গ্রামের মশিয়ার মোল্যার পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকেলে সিয়াম ও তার দুই বন্ধু মিলে মোটরসাইকেলে করে লোহাগড়ার কালনা মধুমতি সেতু এলাকায় ঘুরতে যায়। পরে ফেরার পথে হাওয়াইখালি সেতু এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে সিয়ামসহ মোটরসাইকেলে থাকা দু’জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে সিয়ামের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। আহত দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
আউড়িয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার মুছানুর রহমান জানান, দুর্ঘটনায় গুরুতর আহত সিয়ামকে খুলনা নেয়ার পথে রাত ৮টার দিকে মারা যায়। পরে তার পরিবার লাশ নিয়ে যায়। আজ সকালে সিয়ামের মরদেহ তার গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।
নড়াইলের তুলরামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আহমেদ জানান, দুর্ঘটনার ব্যাপারটি প্রাথমিকভাবে জানতে পেরেছি।