শিরোনাম
পটুয়াখালী, ২ এপ্রিল, ২০২৫ (বাসস): জেলার গলাচিপায় গতরাতে সড়ক দুর্ঘটনায় তামিম তালুকদার (২০) নামে এক যুবক নিহত হয়েছে।
মৃত তামিম তালুকদার উপজেলার কালিকাপুর মাটিভাঙ্গা এলাকার এনামুল তালুকদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তামিম তালুকদার মোটরসাইকেল নিয়ে দেওয়ানবাজার যাচ্ছিল। ওই মোটরসাইকেলে তিনজন আরোহী ছিল। এসময় দেওয়ানবাজার সড়কে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলে বসা তিনজনই গুরুতর আহত হয়। আশেপাশের লোকজন দ্রুত তাদের উদ্ধার করে গলাচিপা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তামিম তালুকদারকে মৃত ঘোষণা করেন।
অন্য আহতদের বরিশাল মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ঘটনার সময় মোটরসাইকেলটি বেপরোয়া গতিতে চলছিল। সামনে টমটম দেখেও তারা গতি নিয়ন্ত্রণ করেনি। ফলে সংঘর্ষ ঘটে।
এ বিষয়ে গলাচিপা থানার ইন্সপেক্টর তদন্ত হিরন শিকদার বলেন, তামিমের মৃত্যুর বিষয়ে পরিবারের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।