শিরোনাম
গোপালগঞ্জ, ২ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলার কাশিয়ানী উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত একব্যক্তির (বয়স আনুমানিক ৬০ বছর) মৃত্যু হয়েছে।
আজ বুধবার সকালে উপজেলার সাজাইল ইউনিয়নের মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ জানান, জেলার কাশিয়ানী উপজেলার মাজড়া এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কের পাশে আহত অবস্থায় সকাল ৭টার দিকে একব্যক্তিকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে একব্যক্তিকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে উন্নত চিকিৎসা জন্য ওই ব্যক্তিকে গোপালগঞ্জ ২৫০-শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়।
তিনি আরও জানান, বুধবার সকালে দ্রুতগামী কোনো গাড়ির ধাক্কায় আহত হয়ে অজ্ঞাত ওইব্যক্তি সড়কের পাশে পড়ে ছিলেন বলে ধারণা করা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য নিহত ব্যক্তির মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।