বাসস
  ০২ এপ্রিল ২০২৫, ১৮:৪৮

যৌথবাহিনীর হাতে রংপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার

শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজু। ছবি : বাসস

যৌথবাহিনীর হাতে রংপুরে সাবেক কাউন্সিলর গ্রেফতার

রংপুর, ২ এপ্রিল, ২০২৫ (বাসস) : জুলাই বিপ্লবে ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলায় রংপুর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।

আজ বুধবার বিকেলে রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আতাউর রহমান বাসসকে জানান, মঙ্গলবার দিবাগত রাতে তাকে নগরীর ২২নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত মিজানুর রহমান মিজু রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের একটি সম্পাদকীয় পদে রয়েছেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগ রয়েছে।

ওসি আতাউর রহমান আরও বলেন, জুলাই আন্দোলনে ভ্যানচালক আবু সাঈদ হত্যাচেষ্টা মামলা তদন্তে রংপুর সিটি করপোরেশনের ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও শ্রমিক লীগ নেতা মিজানুর রহমান মিজুর নাম এসেছে। সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে হাজির করা হবে।