শিরোনাম
বগুড়া, ২ এপ্রিল ২০২৫ ( বাসস) : বগুড়ায় সবার আগে বাংলাদেশ কনসার্টের ভেন্যু পরিদর্শন করলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কনসার্টের রংপুর বিভাগীয় টিম প্রধান সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু। স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত ‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টটি আগামী ১১ এপ্রিল (শুক্রবার) বগুড়াসহ সারা দেশের চারটি স্থানে অনুষ্ঠিত হবে। সেই প্রস্তুতি দেখতে আজ বুধবার বিকেলে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে অনুষ্ঠিতব্য কনসার্টের ভেন্যু পরিদর্শন করেন তিনি।
এসময় বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক মেয়র এড একে এম মাহবুবর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, জেলা বিএনপির কোষাধ্যক্ষ সাহাদত হোসেন, জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম, যুবদলের সাধারণ সম্পাদক আদিল শাহরিয়ার গোকী, সদর উপজেলা যুবদলের আহবায়ক শ্রী অতুল চন্দ্র দাস, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম ফারুক উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় স্থানীয় একটি রেস্তোরাঁয় ইভেন্ট ম্যানেজমেন্ট এর সাথে সভা করেন তিনি। সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এতে উপস্থিত ছিলেন বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সাংবাদিক কালাম আজাদ, চিত্রনায়ক আদনান আজাদ, আহমেদ সুস্ময়।
ইভেন্ট ম্যানেজমেন্ট এর রাশেদুজ্জামান পিয়াস জানান, সবার আগে বাংলাদেশ কনসার্ট বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আর্টসেল, অ্যাভয়েড রাফা, ডিফরেন্ট টাচ, মিজান, এমএনবি, ভাইকিংস, বাগধারা, হৃদয় খান, বেবী নাজনীন, খুরশীদ আলম, কনকচাঁপা, আলম আরা মিনু, কমিয়া, ইয়ামিক, লুইপা, কেজেড রাব্বী, মুত্তাকী হাসিব, রাজীব এবং মাহিনরা গান পরিবেশন করবেন।