শিরোনাম
নীলফামারী, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ বৈধ কাগজপত্র না থাকা এবং হেলমেট বিহীন মোটরসাইকেল চালানোর দায়ে ৬টি যানবাহনকে মোট চারহাজার একশ’ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদের নেতৃত্বে জেলা প্রশাসন ও বিআরটিএ- এর যৌথ অভিযানে বাস টার্মিনাল ও দূরপাল্লার বিভিন্ন কোচ কাউণ্টারসহ শহরের পাঁচমাথা মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অন্যান্যের মধ্যে বিআরটিএ-এর নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস এম মাহবুবুর রহমান জানান, ঈদ পরবর্তী সময়ে নিরাপদ যাত্রী সেবা ও সঠিক ভাড়া নিশ্চিশ করার লক্ষ্যে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়। এসময় জেলা শহর ও টার্মিনালে বিভিন্ন দূরপাল্লার বাস কাউণ্টার পরিদর্শন করা হয়।