শিরোনাম
সাতক্ষীরা, ৩ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় আজ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কলেজের শহীদ মিনার চত্বর সংলগ্ন শিশুতলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা সরকারি কলেজ শাখার আয়োজনে এ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আসিফ মাহমুদ রিপনের সভাপতিত্বে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক বিজ্ঞান ও মিলনায়তন বিষয়ক সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব, সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও জেলা বিএনপির সাবেক আহবায়ক এডভোকেট সৈয়দ ইফতেখার আলী, কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিষ্ঠাকালীন সদস্য ও জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বর্তমান জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট তোজাম্মেল হোসেন তোজাম, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বাবু, সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহিন প্রমুখ।
এ সময় জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতাদের পদাচরণায় মুখরিত হয়ে ওঠে সাতক্ষীরা সরকারী কলেজ চত্বর।