শিরোনাম
সিরাজগঞ্জ, ৪ এপ্রিল ২০২৫ (বাসস): জেলায় আজ সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী বাস কাউন্টারগুলোতে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে চারটি পরিবহন কোম্পানীকে মোট ঊনচল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ শুক্রবার সকাল ১০ টায় জেলা শহরের বাজার স্টেশন এলাকার ব্যস্ত সড়কের পাশে অবস্থিত পরিবহন কোম্পানীগুলোর কাউন্টারে ভ্রাম্যমান আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফান নজমু এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।
অভিযানকালে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাসভাড়া আদায়ের দায়ে অভিযুক্ত এসআই বাস কাউন্টারকে বারো হাজার টাকা, সেবা লাইন বাস কাউন্টারকে বারো হাজার টাকা, জেনিন বাস কাউন্টারকে দশ হাজার টাকা এবং অভি এন্টারপ্রাইজ বাস কাউন্টারকে পাঁচ হাজার টাকা সহ মোট ঊনচল্লিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এসময় বিআরটিএ-এর পরিদর্শক হাফিজুল ইসলাম-সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।