শিরোনাম
চট্টগ্রাম, ৪ এপ্রিল, ২০২৫ (বাসস): চট্টগ্রামের সাতকানিয়ায় রেললাইনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবক মারা গেছেন। শুক্রবার (৪ এপ্রিল) ভোরে সাতকানিয়া স্টেশনের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
যুবকের বয়স ৩২ বছর বলে ধারণা করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
সাতকানিয়ায় দায়িত্বরত স্টেশন মাস্টার মংইউ মারমা বলেন, ‘শুক্রবার ভোর ৫টা ৫২ মিনিটের দিকে রেলওয়ে স্টেশনের দক্ষিণ পাশে ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন। সঙ্গে সঙ্গে বিষয়টি রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে।
চট্টগ্রাম রেলওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।