বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১৩:১১

সিরাজগঞ্জে ঈদের ছুটিতে অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা 

সিরাজগঞ্জের পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা অব্যাহত ছিল ঈদের ছুটিতেও। ছবি: বাসস

সিরাজগঞ্জ, ৫ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার কামারখন্দ উপজেলায় ঈদের ৮দিন ছুটিতে অব্যাহত ছিল পরিবার পরিকল্পনা বিভাগের স্বাস্থ্য সেবা। 

সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিভাগ নিরবিচ্ছিন্ন সেবা প্রদান অব্যাহত রেখেছেন।

কামারখন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আ,স,ম, আশরাফুজ্জামান জানান, পবিত্র ঈদুল ফিতরের ছুটির মধ্যে চলেছে পরিবার পরিকল্পনার কার্যালয়ের কার্যক্রম। উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র এবং রায়দৌলতপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রে  সরকারি নির্দেশনা মোতাবেক চালু ছিল স্বাভাবিক সেবা। 

এ সময়ে ১৫ জন মাকে প্রসব পূর্ববর্তী স্বাস্থ্যসেবা ৫ জন মাকে প্রসব পরবর্তী সেবা প্রদান করা হয়। এছাড়াও ১৭ জন শিশু, ২৩ জন কিশোর কিশোরী এবং ৩৫ জন সাধারণ রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদান করা হয়।

এদিকে, ঈদের ছুটির মধ্যে সেবা পেয়ে খুশি গর্ভবতী মা ও তাদের পরিবার। সেবা পেয়ে খুশী চিকিৎসা নিতে আসা রোগীরা।