বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১৬:১০

দুর্ঘটনা প্রতিরোধে নওগাঁয় বিআরটিএ’র অভিযান

শনিবার দুপুরে নওগাঁয় ভ্রাম্যমাণ আদালত দ্বারা অভিযান পরিচালিত হয়। ছবি: বাসস

নওগাঁ, ৫ এপ্রিল ২০২৫ (বাসস) :  সড়ক দুর্ঘটনা প্রতিরোধে হেলমেটবিহীন ও ওভারস্প্রিডে মোটরসাইকেল না চালানো এবং জনসাধারণকে সচেতন করতে জেলায় ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করা হয়েছে।

আজ শনিবার দুপুরে শহরের বাইপাস বরুনকান্দী মোড় ও শহরের ঢাকা বাসস্ট্যান্ডে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নওগাঁ সার্কেল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের নেতৃত্ব দেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব বিন জামাল প্রত্যয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, মোটরসাইকেলের ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকায় চারটি মোটরসাইকেলে মোট ৮০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে। 

যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাস কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়।

জেলা বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে এবং মানুষকে সচেতন করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অতিরিক্ত ওভারস্প্রিডের কারণে দুর্ঘটনা ঘটছে। মোটরসাইকেলের কোন কাগজপত্র নেই এবং হেলমেটবিহীন হওয়ায় দুর্ঘটনার পরিমাণ বাড়ছে। দুর্ঘটনা প্রতিরোধে মানুষকে সচেতন করা হচ্ছে।

এসময় নওগাঁ বিআরটিএ মোটরযান পরিদর্শক আফতাবুল ইসলাম ও সহকারী মোটরযান পরিদর্শক নুর ইসলাম সহ পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন।