বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১৭:৫২

নীলফামারীতে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ে ৫ মামলা

শনিবার নীলফামারীতে জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়। ছবি: বাসস

নীলফামারী, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : জেলায় নিরাপদ যাত্রীসেবায় অতিরিক্ত গতিরোধ, যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা সদর ও জলঢাকা উপজেলায় জেলা প্রশাসন, বিআরটিএ ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে ওই অভিযান পরিচালিত হয়।

আজ সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত জেলার জলঢাকা উপজেলার বাস টার্মিনালসহ দূরপাল্লার বিভিন্ন কোচ কাউন্টার এবং বেলা ১২টার পর থেকে দুপুর দুইটা পর্যন্ত জেলা শহরের বিভিন্ন দূরপাল্লার বাস কাউন্টার ও বাস টার্মিনালে ওই অভিযান চলে। এসময় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে বিক্রিত টিকিটের অর্থ ফেরতসহ পাঁচটি মামলায় দুই হাজার ৪০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়ীদ মুহাম্মদ। অন্যান্যের মধ্যে অংশগ্রহণ করেন বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান, মেকানিক্যাল সহকারী মো. রোহান সরকার রঞ্জু, অফিস সহকারী মো. আমিনুল ইসলামসহ পুলিশ প্রশাসনের সদস্যরা। 

বিআরটিএ নীলফামারী সার্কেলের সহকারী পরিচালক এস.এম মাহবুবুর রহমান জানান, ঈদ পরবর্তী সময়ে অতিরিক্ত গতি ও যাত্রী পরিবহন রোধ, যাত্রী হয়রানী ও অতিরিক্ত ভাড়া আদায় বন্ধের লক্ষ্যে বিশেষ ওই অভিযান পরিচালিত হয়। এছাড়া জলঢাকা উপজেলা এবং জেলা সদরে বাস টার্মিনালসহ দূরপাল্লার বিভিন্ন বাস কাউন্টার পরিদর্শন ও যানবাহনের বৈধ কাগজপত্র পরীক্ষা করা হয়।