বাসস
  ০৫ এপ্রিল ২০২৫, ১৭:৪২

খাগড়াছড়িতে বৈসাবী উৎসবের আমেজ

পার্বত্য অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক উৎসব বৈসাবি সমাগত হওয়ায় বিভিন্ন পাড়া, মহল্লায় ঐতিহ্যবাহী খেলাধুলা চলছে। ছবি : বাসস

।। জীতেন বড়ুয়া ।।

খাগড়াছড়ি, ৫ এপ্রিল, ২০২৫ (বাসস) : পার্বত্য অঞ্চলের পাহাড়িদের প্রধানতম সামাজিক উৎসব বৈসাবি উৎসব শুরু হবে ১২ এপ্রিল থেকে। তারআগেই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে সর্বত্র। বিভিন্ন পাড়া, মহল্লায় চলছে ঐতিহ্যবাহী খেলাধুলা  চলছে।

এদিকে বৈসাবিকে উপলক্ষে খাগড়াছড়িতে ৪ দিনব্যাপী বৈসাবি শুরু হয়েছে খাগড়াছড়ি ক্ষুদ্র -নৃগোষ্ঠীর সাংস্ক-ৃতিক ইনস্টিটিউটে। শনিবার বিকেলে বৈসাবি মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা।

উৎসবের প্রথমদিনে মারমাদের পানি খেলা (জলকেলি), ত্রিপুরাদের গরয়া নৃত্য এবং চাকমাদের বিভিন্ন ঐতিহ্যবাহী পরিবেশনা করা হয়। এছাড়া পাহাড়িদের ঐতিহ্যবাহী কোমড় তাঁত ও সাংস্কৃতিক নানা পরিবেশনায় মুখর হয়ে উঠে মেলা প্রাঙ্গন।

এ উপলক্ষে ক্ষুদ্র নৃগাষ্ঠীর সাং¯ৃ‹তিক ইনস্টিটিউটের পরিচালক ঞ্যোহ্লা মং এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, বাংলা একাডেমির পুরস্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা।

খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ গোষ্ঠী ইনস্টিটিউট পরিচালক  ঞ্যোলা মং জানান পাহাড়ের ক্ষুদ্র নৃ-গেষ্ঠীদের ঐতিহ্যরক্ষায় এ মেলার আয়োজন। মেলায় বিভিন্ন জাতি গোষ্ঠীর নাচ- শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, বেইন বুনন(কোমর তাঁত) প্রতিযোগিতা, ত্রিপুরাদের গরায়া নৃত্য মারমাদের পানি খেলাসহ বিভিন্ন খেলা ধুলার আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলা দোকান গুলোতে পাওয়া যাচ্ছে  বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী  পাহাড়ীদের খাবার। এছাড়া মেলায় প্রতিদিন ৫ টা থেকে ৮ পর্যন্ত রয়েছে সাংস্কৃতিক  অনুষ্ঠান। তিনি আশা করছেন এ মেলা আনন্দ দায়ক হবে উপভোগ্য হবে।  এছাড়াও জেলার বিভিন্ন গ্রামে পাড়া মহল্লায় চলছে  নাদের খেলা, ঘিলা খেলা , বাশ খরম দৌড়সহ বিভিন্ন খেলার  আয়োজন।

অপরদিকে খাগড়াছড়ি বৈসাবি উদযাপন কমিটির উদ্যোগে খাগড়াছড়ি শহরের প্রাণ কেন্দ্র নিউজিল্যান্ড এলাকায় চলছে ১৫ দিনব্যাপী বৈসাবি মেলা।