বাসস
  ০৬ এপ্রিল ২০২৫, ১৭:২৯
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৮:১৭

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের নেতৃত্বে বাদল-তৌহিদ

ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক ও এডভোকেট গাজী তৌহিদুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস) : সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদলকে আহ্বায়ক ও এডভোকেট গাজী তৌহিদুল ইসলামকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের কমিটি গঠন করা হয়েছে।

২৬ সদস্যের এই কমিটি গঠনের তথ্য ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল নিশ্চিত করেন। এই কমিটিকে আগামী তিন মাসের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল এই কমিটির অনুমোদন করেন।