শিরোনাম
শেরপুর, ৬ এপ্রিল ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর ১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসা. হাফিজা জেসমিনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
সভায় আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষের প্রথমদিন পহেলা বৈশাখে জেলা কালেক্টরেট চত্বর থেকে বর্ণাঢ্য বর্ষবরণ শোভাযাত্রায় শহর প্রদক্ষিণ, জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিসিক- এর তত্বাবধানে তিনদিন ব্যাপী বৈশাখী মেলা এবং শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাংলা নববর্ষ উপলক্ষে শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঐতিহ্যবাহী মেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক-সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।