বাসস
  ০৬ এপ্রিল ২০২৫, ১৯:৪২

নাটোরে অবৈধভাবে কৃষি জমির মাটি বিক্রি করায় জরিমানা

নাটোর, ৬ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার সিংড়া উপজেলায় আজ অবৈধভাবে কৃষি জমির মাটিকাটা ও বিক্রির অপরাধে মো. মোজাফফর নামে একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিনমাসের কারাদণ্ডাদেশ প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ রোববার বিকেল ৫টায় সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়া এলাকায় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. গোলাম রব্বানী সরদার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. গোলাম রব্বানী সরদার জানান, অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও বিক্রির দায়ে মো. মোজাফফর নামে একব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে তিনমাসের কারাদণ্ডাদেশ প্রদান করা হয়। অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করে দায় থেকে অব্যাহতি লাভ করেন।