শিরোনাম
ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): ঈদুল ফিতরের ছুটি শেষে ক্যাম্পাসে ফিরেছেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাস। শিক্ষার্থীদের উপস্থিতিতে ফাঁকা ক্লাসরুম প্রাণচঞ্চল হয়ে উঠেছে। টিএসসি, ডাচ চত্বর, হাকিম চত্বর, শ্যাডো, ভিসি চত্বরসহ ক্যাম্পাসের প্রতিটি জায়গা চিরচেনা রূপে ফিরে এসেছে।
আজ রোববার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরেজমিন ঘুরে দেখা যায়, কলাভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ব্যবসা শিক্ষা অনুষদ ভবনে আবারও ক্লাসে জড়ো হয়েছেন শিক্ষার্থীরা। ক্লাস শেষে কেউবা শ্যাডোতে চায়ে চুমুক দিচ্ছেন। আবার কেউবা বহুদিন পর চিরচেনা সেই ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডায় মেতে উঠেছেন।
শিক্ষার্থীদের উপস্থিতিতে মধুর ক্যান্টিন জমে উঠেছে। মধুর ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছিলেন লোকপ্রশাসন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। তাদের মধ্যে খালিদ হাসান নামে এক শিক্ষার্থী বাসসকে বলেন, রোজা ও ঈদের দীর্ঘ বন্ধের পর আমরা আবার একত্রিত হয়েছি। চিরচেনা ক্যাম্পাসে বন্ধুদের সাথে বসে একটু কথাবার্তা, আড্ডা দেওয়া হয়না দীর্ঘদিন। তাইতো ক্যাম্পাস খোলার প্রথম দিনই আড্ডা দিতে বসে গেলাম। শিক্ষার্থীদের উপস্থিতিতে ক্যাম্পাস যেন সজীবতা ফিরে পেয়েছে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরের বিভিন্ন রুটে শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ভিসি চত্বর এলাকা থেকে বাস ছেড়ে যায়। ক্লাস শেষে ক্লান্ত শরীরে নিয়মিত সেই বাসের জন্য অপেক্ষা করতে থাকে শত শত শিক্ষার্থী। দীর্ঘদিন ক্যাম্পাস বন্ধ থাকার ফলে সেই চিত্র দেখা যায়নি। কিন্তু ক্যাম্পাস খোলার প্রথম দিনই সেই চেনা পরিবেশ দেখা যাচ্ছে।
বনশ্রীমুখী ‘বসন্ত’ বাসের জন্য ভিসি চত্বরে অপেক্ষা করছিলেন উম্মে সায়মা। তিনি বাসসকে বলেন, আজকে দুইটি ক্লাস ছিল। দীর্ঘদিন পর এই ক্যাম্পাস আঙিনায় ফিরে ভালো লাগছে। মনে হচ্ছে নিজেরই অন্য কোনো বাড়িতে আসছি। চেনা মুখগুলোর সাথে দেখা হয়েছে। সবমিলিয়ে ক্যাম্পাসে থাকা প্রতিটি সময় উপভোগ করি।
শিক্ষার্থীরা বলছেন, আজ থেকে বিশ্ববিদ্যালয়ের সব কর্মব্যস্ততা শুরু হলেও হল ক্যান্টিনগুলো পুরোপুরি চালু হয়নি। তাই হলে থাকা শিক্ষার্থীরা বিড়ম্বনায় পড়ছেন খাবার খেতে। তবে ক্যান্টিন মালিকরা বলছেন, দুই দিনের মধ্যেই ক্যান্টিন চালু হয়ে যাবে। ক্যান্টিনের সকল স্টাফ ছুটি শেষে এখনো কর্মস্থলে না ফেরায় ক্যান্টিন চালু করতে পারছেন না তারা।