বাসস
  ০৬ এপ্রিল ২০২৫, ২০:০০

কুমিল্লায় সিএনজি চালিত অটোরিকশার ৯ চালককে জরিমানা

কুমিল্লা (দক্ষিণ), ৬ এপ্রিল ২০২৫ (বাসস): জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় আজ যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে সিএনজি-চালিত অটোরিকশার নয়জন চালককে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্রাহ্মণপাড়া সদর এলাকায় কুমিল্লা-মিরপুর সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা জাহান। 

এ সময় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কুমিল্লা শাখার মোটরযান পরিদর্শক মো. সাইফুল ইসলাম এবং ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।