বাসস
  ০৬ এপ্রিল ২০২৫, ২০:২৬
আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ২০:৫৬

শরীয়তপুরে দুই গ্রুপের প্রকাশ্য বোমা হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস। ছবি: বাসস

ঢাকা, ৬ এপ্রিল, ২০২৫ (বাসস): শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি ও বোমা হামলার ঘটনায় ইউপি চেয়ারম্যান কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুসকে (৫৪) গ্রেফতার করেছে র‌্যাব। 

আজ ভোর রাতে র‌্যাব-৮ ও র‌্যাব-৩ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানীর শাহজাহানপুর মুমিনবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। 

আজ বিকাল তিনটার দিকে র‌্যাব-৮ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুদ্দুস ব্যাপারী ওরফে বোমা কুদ্দুস জয়ী হলে পরাজিত প্রার্থী জলিল মাদবরের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। ফলে উভয়পক্ষ একাধিকবার সংঘর্ষে লিপ্ত হয়। এতে আরো কয়েকজন নিহত ও আহত হন।

শনিবার (৫ এপ্রিল) সকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়ে বোমা হামলা চালায়। এতে এলাকায় সাধারণ মানুষের মাঝে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। 

অধিনায়ক লেফটেন্যান্ট নিস্তার আহমেদ জানান, কুদ্দুস ব্যাপারীর বিরুদ্ধে জাজিরা থানায় বিভিন্ন অপরাধের জন্য ১৯টি এবং ঢাকার বিমানবন্দর ও ভাটারা থানায় একটি করে মামলা রয়েছে। তাকে জাজিরা থানায় পাঠানো হয়েছে।