শিরোনাম
রাজশাহী, ৭ এপ্রিল, ২০২৫(বাসস) : রাজশাহীতে এক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং কমপক্ষে ৫০ জন আহত হয়েছে।
নিহতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়া পাখিয়া গ্রামের জুয়েল আহমেদ (৪০), নাসিম উদ্দিন (৪৫) ও মিজানুর রহমান। তাঁরা সবাই রানীহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী ছিলেন বলে জানা গেছে।
আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ট্রাকের চালকও রয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটে।
জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন জামায়াত ইসলামির নেতাকর্মীরা দুটি বাসে করে মরহুম জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুহাম্মদ মোজাহিদ ও কাদের মোল্লার কবর জিয়ারত ও পদ্মা সেতু এবং বাঘেরহাটের ষাট গম্বুজ মসজিদ ভ্রমণে যাচ্ছিলেন।
রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস দুটি রওনা হয়। দুই বাসে ৯৫ জন যাত্রী ছিলেন। রাত ১২টার দিকে পথে তারা রাজশাহীর খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাস দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। একটি বাস রাস্তা থেকে ছিটকে রাস্তার নিচে খাদে পড়ে যায় ও অপর বাসটি রাস্তার অন্য পাশে একটি দোকানে ঢুকে যায়। এই বাসের একটি অংশে আগুন ধরে যায়। তাৎক্ষণিক ভাবে স্থানীয় লোকজন এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার তৎপরতা চালান।
ঘটনার খবর পেয়ে রাজশাহী মহানগর জামায়াতের নেতৃবৃন্দ ঘটনাস্থল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তাদের খোঁজখবর নিতে যান। পরে চন্দ্রিমা থানা পুলিশ লাশগুলো উদ্ধার করে রামেক হাসপাতালের মর্গে প্রেরণ করেন। নগরীর চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিয়ার রহমান বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) কে বলেন, সড়ক দুর্ঘটনায় ৩ জন জামায়াত কর্মী নিহত হয়েছেন ও প্রায় ৫০ জনের কাছাকাছি আহত হয়েছে।